চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ১৫তম বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা।
গত বছরের অক্টোবরে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। প্রায় আড়াই মাসের ব্যবধানে আবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দিল কাতালানরা। তাও আবার ৩৪ মিনিট এক জন কম ১০ জন নিয়ে খেলে। এতে নতুন বছরে “এল ক্লাসিকোর” লড়াইয়ে দারুন দাপট দেখিয়ে ম্যাচ জিতলো বার্সা।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ৫ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর বার্সেলোনা শুধু ঘুরেই দাঁড়ায়নি, গোল বন্যায় ভাসিয়ে দেয় লস ব্লাঙ্কোসদের। ১৭ মিনিটে দলকে সমতায় ফেরান লামিন ইয়ামালে। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে নেন রবার্ট লেভানদোভস্কি। ৩৯ ও ৪৮ মিনিটে জোড়া গোল করেন রাফিনিয়া। আর প্রথমার্ধের যোগ করা সময়ে দলের পঞ্চম গোলটি করেন আলেহান্দ্রো বালদে। অবশ্য ৬০ মিনিটে রিয়াল মাদ্রিদের পক্ষে ব্যবধান কমান রদ্রিগো।
ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের ধ্রুপদি লড়াইয়ে ৫-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ১০ জনের বার্সেলোনা। পাশাপাশি বার্সা ফিরে পায় সুপার কাপের ট্রফিও।