ঢাকা 6:17 am, Friday, 2 May 2025

এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • Update Time : 02:33:59 pm, Saturday, 1 February 2025
  • 43 Time View

বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিসিবির এক কর্মকর্তা প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন।

এনামুল এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর মধ্যেই এনামুলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এল।

গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া একাদশ বিপিএলে একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছে। গত ২২ জানুয়ারি প্রথম আলোতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

বিপিএলে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও। পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।

৩২ বছর বয়সী এনামুল গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। পরে তাঁকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী সে সময় জানিয়েছিল, ব্যাটিংয়ে এনামুলকে বেশি মনোযোগী করতে অধিনায়কত্বে বদল আনা হয়েছে।

বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০ টি–টোয়েন্টি খেলা এনামুল এ বছরের বিপিএলের অন্যতম সেরা পারফরমার। ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৩৯২ রান করেছেন, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

রাজশাহী ১২ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। তবে প্লে–অফে খেলতে পারবে কি না তা নির্ভর করছে আজকের ঢাকা–খুলনা ম্যাচের ওপর।

সূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকায় তিন দিনব্যাপী মোটর শো শুরু

এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Update Time : 02:33:59 pm, Saturday, 1 February 2025

বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিসিবির এক কর্মকর্তা প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন।

এনামুল এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর মধ্যেই এনামুলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এল।

গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া একাদশ বিপিএলে একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছে। গত ২২ জানুয়ারি প্রথম আলোতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

বিপিএলে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও। পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।

৩২ বছর বয়সী এনামুল গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। পরে তাঁকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী সে সময় জানিয়েছিল, ব্যাটিংয়ে এনামুলকে বেশি মনোযোগী করতে অধিনায়কত্বে বদল আনা হয়েছে।

বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০ টি–টোয়েন্টি খেলা এনামুল এ বছরের বিপিএলের অন্যতম সেরা পারফরমার। ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৩৯২ রান করেছেন, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

রাজশাহী ১২ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। তবে প্লে–অফে খেলতে পারবে কি না তা নির্ভর করছে আজকের ঢাকা–খুলনা ম্যাচের ওপর।

সূত্র: প্রথম আলো