বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন ভয়ঙ্কর ও অপতথ্য দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো, তাদের সহায়তা করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এদিকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি বলেন, বাংলাদেশে সাংবাদিকতার সুরক্ষা আইন বাস্তবায়ন জরুরি বললেন তিনি। তবে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফেরাতে সত্য বলা সাংবাদিকতা করতে পারলে এবং জবাবদিহির জায়গা তৈরি করা গেলে ভবিষ্যতে ফ্যাসিজম আসবেনা বললেন তিনি।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তারা এ কথা বলেন।এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত ১৫ বছরে কিভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা করেছে তা জানাতে জাতিসংঘের কাছে যাবে সরকার। তাদের কাছে থেকে তদন্ত প্রতিবেদন চাইবে তারা। এসময় তিনি বলেন সাংবাদিকদের জন্য বর্তমানে একটা সবচেয়ে ভালো সময়, কারো মুখ বন্ধ করেনি , কোন সংবাদ মাধ্যম বা প্রেস বন্ধ করেনি সরকার। সবাই স্বাধীনভাবে কাজ করছে।
প্রধান উপাদেষ্ঠার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ধারণাপত্র উপস্থাপনের মধ্যদিয়ে শুরু হয় গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা।এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনসহ অন্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম প্রস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই সভার আয়োজন করে।