লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চুর ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাঁদের ঢাকার গাজীপুর থেকে আটক করে পুলিশ। তবে হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
আটক ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী সাগর হোসেন ও ইছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য আবদুল কাদের।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, আজিজুর রহমান বাচ্চুর ওপর হামলার ঘটনায় গতকাল সাগর ও কাদেরকে ঢাকার গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়। তাঁরা থানা হেফাজতে রয়েছেন। তথ্য উপদেষ্টার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু তারা ওই ঘটনায় এখনো মামলা করেনি।
গত ৩০ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। মাহফুজ আলমের নিজ গ্রাম রামগঞ্জ উপজেলার নারায়ণপুর মোল্লাবাড়িতে এ হামলা হয়। হামলায় ইটের আঘাতে আজিজুর রহমান হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ সময় তাঁর এক আত্মীয় আহত হন। আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
ঘটনার পর মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা সহসভাপতি মেহেদী হাসান এলাকায় এলে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের দুটি পক্ষ সন্ধ্যার দিকে তাঁকে ধরতে যায়। একপর্যায়ে বিএনপির নেতা–কর্মীরা ছাত্রলীগ নেতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ান। দুই পক্ষের এ সংঘর্ষ থামাতে গেলে গ্রামবাসীর সঙ্গেও সংঘর্ষে জড়ান তাঁরা। এই ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের হামলার শিকার হন আজিজুর রহমান।