বড় নয়, এবারের বাজেট হবে বাস্তবায়নযোগ্য হবে বলেছেন জাতীয় রাজম্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, ১৫ লাখ ৩০ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন । রিটার্ন জমা দেয়া সহজ হওয়ায় মানুষের আগ্রহ বাড়ছে। তিনি আরো বলেন, বন্ডে অনিয়ম থাকায় কড়া নজরদারি করছে সরকার।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে এনবিআরকে আয়কর বিষয়ে ১৯টি, ভ্যাটের ওপর ৪০টি ও শুল্ক সংক্রান্ত ৫৫টি প্রস্তাব দেয়া হয়।
চট্টগ্রাম চেম্বার প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম ও চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এরশাদ উল্লাহ সহ চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ ।