নোয়াখালী জেলার চেয়ারম্যান ঘাট-হাতিয়া (নলছিড়া) রুটে ফেরি সার্ভিস চালু করার লক্ষ্যে ৪টি নবনির্মিত পল্টুন বরাদ্দ দিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। পল্টুনগুলো স্থাপন করতে গত ১১ মার্চ বিআইডব্লিউটিসিকে চিঠি দিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ ফেসবুকে পোস্টে জানান, ‘আজ থেকে পাঁচ মাস আগে ফেরী বরাদ্ধ পাই, কিন্তু ফেরী ঘাট নির্মাণে জন্যে গড়িমসি চলতে থাকে। গত ৮ই মার্চ নৌ-উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে জানাই যদি রাষ্ট্র ফেরীঘাট নির্মাণে অর্থ বরাদ্দ দিতে ব্যর্থ হয়, তাহলে আমি আমার হাতিয়ার সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে সচিবালয়ের সামনে ফেরীঘাট নির্মাণের জন্যে গণ-অর্থসংগ্রহ কর্মসূচি পালন করবো। অবশেষে, ফেরীঘাটের জন্যে পল্টুন বরাদ্দ হলো। আলহামদুলিল্লাহ। শোকর আলহামদুলিল্লাহ!!
তিনি আরো বলেন, ‘জন্মভূমি দ্বীপ হাতিয়ার মানুষের যাতায়াত ব্যবস্থার দুর্দশার অবসান করবোই করবো, ইনশাআল্লাহ।’
কথা দিয়েছিলাম, “ফেরী আনবো।”