জনগনের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া গনতন্ত্র ঝুঁকিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলমত নির্বিশেষে বীর জনতার গনঅভ্যুত্থানে দেশে থেকে কংসরুপী স্বৈরাচার পালিয়েছে। কিন্তু তারা পালালেও গনতন্ত্র এখনও শংকামুক্ত নয়। অন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে না চেষ্টা চলছে।
তিনি আজ বিকেলে চট্টগ্রামের জেএমসেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ১৭ বছর সনাতনীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। যা এখন সনাতনীরা বুঝতে পেরেছে, যেটা গুরুত্বপূর্ণ উপলব্ধি। ভবিষ্যতে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি সবার জন্য সম অধিকার নিশ্চিত করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী পরিষদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-সন্নাসীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে দ্বিবার্ষিক সন্মেলনে সাংগঠনিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।