চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা ভোগ্য পণ্য দ্রুত সময়ের মধ্যে
গন্তব্যে পৌছানোসহ সাপ্লাই চেইন ঠিক রাখতে নানা উদ্যেগ নিয়েছে বন্দর
কর্তৃপক্ষ।
আজ চট্টগ্রাম বন্দর মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য
জানান বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান। এসময়
চট্টগ্রাম বন্দরের পরিচালক সহ উর্ধতন কর্মবর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়,জানুয়ারী-ফেরুয়ারী দুই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে
তিন লাখ ৪২ হাজার ৫২৭ মেট্রিক টন সোয়াবিন তেল আমদানি হয়েছে।যা বিগত যে
কোন সময়ের তুলনায় বেশী। একইভাবে নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যের আমদানী
বেড়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। বন্দরের বহিনোঙ্গরে মাদারভ্যাসেল হতে
লাইটার জাহাজ গুলোতে পণ্য লোড করার পর ৭২ ঘন্টার মধ্যে পোর্ট লিমিট ত্যাগ
করতে নির্দেশ দেয়া হয়েছে।এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সাপ্লাই চেইন সচল
রাখার পাশাপাশি বাজারে দ্রব্যমুল্য স্হিতিশীল ও বন্দরের কার্যক্রম
নিরবিচ্ছিন্ন ও নিরাপদ নৌ চলাচল অক্ষুন্ন থাকবে বলে জানানো হয়। এছাড়া
চট্টগ্রাম বন্দরে আসা জাহাজকে বহিনোঙ্গরে আগের মতো অপেক্ষা করতে হয়না।
এতে জাহাজের সময় কমেছে বলে জানান বন্দর চেয়ারম্যান।