ঢাকা 6:12 am, Friday, 2 May 2025

২৪ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় কোরীয় অভিনেত্রী

  • Reporter Name
  • Update Time : 05:07:40 pm, Monday, 17 February 2025
  • 27 Time View

‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’, ‘আ ব্র্যান্ড নিউ লাইফ, ‘দ্য নেইবার’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া কোরীয় অভিনেত্রী কিম সে–রন মারা গেছেন। রোববার বিকেল সাড়ে চারটায় সিউলের সংসু–ডং এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর কোরিয়া টাইমসের

২৪ বছর বয়সী এই তারকাকে কোরীয় চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তাঁর মৃত্যুতে কোরীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এনেছে।

কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখন উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। পুলিশের ভাষ্য, তারা এখন পর্যন্ত সন্দেহভাজন কোনো কিছু পায়নি। তবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক বন্ধু কিমের মরদেহ আবিষ্কার করেন। পূর্বনির্ধারিত একটি মিটিংয়ে যোগ দিতে কিমের বাড়ি গিয়েছিলেন তিনি।

২০০০ সালে জন্ম নেওয়া কিম সে–রন মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন। ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’–এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন। এ ছবিটি তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এ সিনেমাটির জন্য কান উৎসবে অংশ নেন তিনি। সর্বকনিষ্ঠ যে কয়েকজন অভিনয়শিল্পী কান উৎসবে আমন্ত্রণ পেয়েছেন, কিম তাঁদেরই একজন। এর পর থেকেই কোরিয়ার উদীয়মান তারকা হিসেবে খ্যাতি পান কিম। কান উৎসবের ফটোকলে অংশ নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন, কিমের এমন ছবি তখন ব্যাপক আলোচিত হয়।

এরপর ধীরে ধীরে নানা বৈচিত্র্যময় কাজে সুযোগ পেয়েছেন কিম। ‘দ্য নেইবার’, ‘আ গার্ল অ্যাট মাই ডোর’ সিরিজগুলো তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। এরপর তিনি করেন ‘দ্য কুইনস ক্লাসরুম’, ‘হাই! স্কুল–লাভ অন’, ‘মিরর অব দ্য উইচ’–এর মতো আলোচিত সিরিজ।

২০১৮ সালে অ্যাকশন–থ্রিলার সিনেমা ‘দ্য ভিলেজার্স’ তাঁর খ্যাতি আরও বাড়িয়ে দেয়। ২০২২ সালের মে মাসে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। পরে অভিনয় থেকে বিরতি নেন। ২০২৩ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘ব্ল্যাডহাউন্ডস’ সিরিজ দিয়ে বিরতি ভাঙেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকায় তিন দিনব্যাপী মোটর শো শুরু

২৪ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় কোরীয় অভিনেত্রী

Update Time : 05:07:40 pm, Monday, 17 February 2025

‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’, ‘আ ব্র্যান্ড নিউ লাইফ, ‘দ্য নেইবার’ সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া কোরীয় অভিনেত্রী কিম সে–রন মারা গেছেন। রোববার বিকেল সাড়ে চারটায় সিউলের সংসু–ডং এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর কোরিয়া টাইমসের

২৪ বছর বয়সী এই তারকাকে কোরীয় চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তাঁর মৃত্যুতে কোরীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এনেছে।

কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখন উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। পুলিশের ভাষ্য, তারা এখন পর্যন্ত সন্দেহভাজন কোনো কিছু পায়নি। তবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক বন্ধু কিমের মরদেহ আবিষ্কার করেন। পূর্বনির্ধারিত একটি মিটিংয়ে যোগ দিতে কিমের বাড়ি গিয়েছিলেন তিনি।

২০০০ সালে জন্ম নেওয়া কিম সে–রন মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন। ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’–এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন। এ ছবিটি তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এ সিনেমাটির জন্য কান উৎসবে অংশ নেন তিনি। সর্বকনিষ্ঠ যে কয়েকজন অভিনয়শিল্পী কান উৎসবে আমন্ত্রণ পেয়েছেন, কিম তাঁদেরই একজন। এর পর থেকেই কোরিয়ার উদীয়মান তারকা হিসেবে খ্যাতি পান কিম। কান উৎসবের ফটোকলে অংশ নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন, কিমের এমন ছবি তখন ব্যাপক আলোচিত হয়।

এরপর ধীরে ধীরে নানা বৈচিত্র্যময় কাজে সুযোগ পেয়েছেন কিম। ‘দ্য নেইবার’, ‘আ গার্ল অ্যাট মাই ডোর’ সিরিজগুলো তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। এরপর তিনি করেন ‘দ্য কুইনস ক্লাসরুম’, ‘হাই! স্কুল–লাভ অন’, ‘মিরর অব দ্য উইচ’–এর মতো আলোচিত সিরিজ।

২০১৮ সালে অ্যাকশন–থ্রিলার সিনেমা ‘দ্য ভিলেজার্স’ তাঁর খ্যাতি আরও বাড়িয়ে দেয়। ২০২২ সালের মে মাসে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। পরে অভিনয় থেকে বিরতি নেন। ২০২৩ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘ব্ল্যাডহাউন্ডস’ সিরিজ দিয়ে বিরতি ভাঙেন তিনি।